
বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে কাতার। ম্যাচের আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে যথেষ্ট সময় পেয়েছেন কোচ ফেলিক্স সানচেজ। দীর্ঘ বিরতি কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ফিরতে তাই অভিজ্ঞদের উপর ভরসা রাখছেন।
বিশ্বকাপের স্বাগতিক হওয়ায়, কাতারের জন্য লক্ষ্য এবার চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া। বাছাইপর্বে ই-গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৪ ডিসেম্বর আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হবে বাংলাদেশ -কাতারের লড়াই। এদিকে করোনা নেগেটিভ হবার সুখবর পেয়ে কাল কাতারে যাবার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবলের কোচ জেমি ডে।