
সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালীতে দিনদুপুরে চুরি হওয়ার ৩৬ ঘণ্টা পর ১৫ দিনের নবজাতক সোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে হাওয়ালখালী এলাকায় নিজেদের বাড়ির টয়লেটের ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগেই সোহানের বাবা সোহাগ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে নবজাতকের অসুস্থ মাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে নবজাতকটি হারিয়েছে উল্লেখ করে তার বাবা সোহাগ হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ১৫ দিনের সোহানকে নিয়ে মা ফাতেমা ঘুমাচ্ছিলেন। কোনো এক ফাঁকে মায়ের পাশ থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।