
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কাল শনিবার (২৮ নভেম্বর) মাঠে গড়াবে দুটি ম্যাচ। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় জেমকন খুলনার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও রাজশাহীর কাছে হেরে ব্যাকফুটে রয়েছে খুলনা।
এদিকে, দিনের শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসটা তুঙ্গে রয়েছে সরোয়ার ইমরানের শিষ্যদের। আর প্রথম ম্যাচে হেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে তামিমদের। গেলো ম্যাচের ভুল শুধরে ঘুড়ে দাঁড়াতে চায় বরিশাল।