
নো মাস্ক নো সার্ভিস শুধু স্লোগানেই সিমাবদ্ধ, বাস্তবে নেই এর প্রতিফলন। দ্বিতীয় ঢেউয়ে করোনা মোকাবেলায় সরকার মাস্ক ব্যবহারের ওপোর জোর দিলেও তা আমালে নিচ্ছেন না অনেকেই। দোকান, শপিংমল, বাজারতো দুরে কথা ফার্মেসির মত জনগুরুত্বপূর্ণ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানেও নেই মাস্কের ব্যবহার।
ছুটির দিনে রাজধানীর নিউমার্কেটে হাজার হাজার মানুষের সমাগম হলেও সরকারি নির্দেশনা নো মাস্ক নো সার্ভিস উপেক্ষিত। আর সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধিও নেই। একই চিত্র রাজধানীর অধিকাংশ মার্কেটে। অনেক সময় টেলিভিশনের ক্যামেরা দেখে কেউ কেউ মুক লুকায়, কেউ আবার পকেট থেকে মাস্ক বের করে মুখে দেয়ার প্রস্তুতি নেয়। মাস্ক কেন পড়েনি জানতে চাইলে নানা অজুহাত দেখান।
তাছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে স্থানে শত শত গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান ফার্মেসিগুলোতেও চলছে নিয়ম না মানার প্রতিযোগিতা। আবার অনিয়মের ভিড়েও কেউ কেউ মাস্ক ছাড়া সার্ভিস দিচ্ছেন না। তবে সংখ্যায় তা খুবই কম।
সর্বস্তরে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক
না করলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা কতটা সফল হওয়া যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।