
মাছের উৎপাদন বেশি হওয়ায় এ বছর নাটোরের সিংড়ায় শুটকি উৎপাদনও বেড়েছে। এ বছর এ অঞ্চলে প্রায় সাড়ে তিনশ টন শুটকি উৎপাদন হয়েছে, যার মূল্য প্রায় আঠারো কোটি টাকা।
চলনবিলের মিঠা পানির মাছ থেকে উৎপাদিত শুঁটকির চাহিদা দেশজুড়ে। চাহিদার কথা মাথায় রেখে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া, নলডাঙ্গা, বড়াই গ্রাম সহ বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য শুটকির চাতাল। বিলের পানি নামার পরপরই টেংরা, পুটি, খলসে সহ বিভিন্ন জাতের মাছ শুটকিতে রূপান্তর করতে শুরু হয় কর্মযজ্ঞ।
এবছর মাছের উৎপাদন গতবারের চেয়ে বেশি। তবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় শুটকি নিয়ে ভাবনায় পড়েছেন ব্যবসায়ীরা। আবার অনেকের অভিযোগ ন্যায্যমূল্য না পাওয়া নিয়েও। সঙ্কট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম