
মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও দোকান পাট। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১ টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর দানা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের সামনে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়। আগুনের গতিবেগ বেশি হওয়াতে পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করে।