
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়াচ্ছে আজ। পাঁচ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬.৩০টায়। তবে শুক্রবারের ম্যাচগুলোর ক্ষেত্রে দেড়টার জায়গায় দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টা।
মিরপুরে উদ্বোধনী ম্যাচে মুশফিকের বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেনের মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় তামিম ইকবালের ফরচুন বরিশালের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর জেমকন খুলনা।
এদিকে, ইনজুরিতে পড়ে অন্তত প্রথম তিন ম্যাচে খেলা হচ্ছে না ‘মিনিস্টার রাজশাহীর’ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তাকে আপাতত ৭ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। ডাবল লিগ পদ্ধতিতে ফাইনালসহ টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।