
জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানী ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে ১১ জনকে গ্রেফতার করেছে রেব। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা,ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া মূল অর্থদাতা আতাউল হক সবুজ নামের এক বাংলাদেশী বংশোদ্ভুত নাগরিককে আটক করেছে স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। নিহত জঙ্গি নেতা তামিমকে অর্থায়ন করার অভিযোগ রয়েছে সবুজের বিরুদ্ধে। দুপুরে রেবের মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।