
ন্যাম ভবনে নিজ সরকারি বাসায় সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও প্রাইভেট চেম্বারে রোগী দেখতে চিকিৎসকদের প্রতি আহবান জানান তিনি। ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না। বিগত ১ দশকে বাংলাদেশ যে অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে, তার কারণেই এ সংকটকালে এত বিপুল পরিমাণ প্রণোদনা ও ত্রাণ সহায়তা দেয়া সম্ভব হচ্ছে।