
করোনায়
ক্ষতিগ্রস্তদের পাশ দাড়াতে সাকিব-মাশরাফি সহ বাংলাদেশের প্রায় ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে
৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। ব্যাটটি কিনেছে বাংলাদেশের ইন্টারনেট সেবাদানকারী
প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট। এরআগে বাংলাদেশের সাবেক ফুটবলার মোনেম মুন্নার
জার্সি নিলামে ৩ লাখ টাকা দিয়ে কিনেছিল এই প্রতিষ্ঠানটি। ব্যাটটির মূল মালিকানা
ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি। সোমবার রাতে অকশন ফর অ্যাকশন নামক
ফেসবুক পেজ থেকে ব্যাটটির নিলাম করা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৯৯ হাজার
৯৯৯ টাকা। ব্যাট বিক্রির পুরো টাকায় চলে যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সাকিবের
ফাউন্ডেশন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করছে। যে ব্যাটটি সোমবার বিক্রি হয়েছে সেটির মূল
মালিক অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি।