
করোনা অবসর সময়ে
এবার তামিমের সঙ্গে আড্ডায় আসছেন সদ্য সাবেক হওয়া দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু
প্লেসিস। তামিম তার ফেইসবুক পেইজে বিষয়টি জানান। করোনাভাইরাস মহামারির সময়ে
দর্শকদের এন্টারটেইন করতে এই শো শুরু করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সর্বপ্রথম
ইন্সটাগ্রামে প্রথম লাইভ শো করেছিলেন মুশফিকুর রহিমের সঙ্গে, এরপর একই প্লাটফর্মে করেছিলেন মাহমুদউল্লাহর সঙ্গে।
পর্যায়ক্রমে, ফেইসবুকে আনেন
মাশরাফি বিন মুর্তজাকে। রুবেল হোসেন ও তাসকিন আহমেদের পেস-যুগলের সঙ্গে হাজির হয়েছিলেন নাসির হোসেনও। সর্বশেষ
বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক- নাইম রহমান দুর্জয়, খালেদ মাহমুদ
সুজন ও হাবিবুল বাশার সুমন ছিলেন আড্ডায়। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের জন্য তামিম ইকবালের লোগো
উন্মোচিত হয়েছে। এই লোগোর জন্য প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০১৮ সালে এশিয়া
কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আহত অবস্থায় এক হাতে ব্যাটিং করার মুহূর্তটি।