
করোনা রোগীর সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত
আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। প্রাণঘাতী ভাইরাসটির সঙ্গে লড়াই
করে সুস্থও হয়েছেন অনেকেই। এরকম দুই চিকিৎসক পলাশ এবং রুশো। ত্রিশ দিন হাসপাতালে থাকার পর সুস্থ্য হযে বাড়ি
ফিরেছেন তারা। এ যেন যুদ্ধ শেষে ঘরে ফেরার গল্প।
করোনা যুদ্ধ জয় করে বাড়ি
ফিরেছেন ডেলটা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ
জাহাঙ্গীর আলম। মিরপুর টোলারবাগ এলাকায় করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেই
আক্রান্ত হন। সেই গল্পই বলছিলেন মোহনা
টেলিভিশনকে।চিকিৎসা নিয়েছিলেন কুয়েত
মৈত্রী হাসপাতালে, সেখানকার অবস্থাও বিবৃত করেন ডাক্তার জাহাঙ্গীর।
ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক শেখ
মোহাম্মদ জাহিদুল ইসলাম রুশো। তিনি টোলারবাগে করোনায়
আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মেয়ের জামাই। শ্বশুরের সংস্পর্শে
এসে আক্রান্ত হওয়ার গল্প জানালেন তিনি।
হোম কোয়ারেন্টিনের কিছু
বেদনাদায়ক কথাও বললেন এই চিকিৎসক।দুজনেই জানান, অবহেলার পরিবর্তে সেসময় কীভাবে সহযোগিতার
হাত বাড়িয়ে দেন প্রতিবেশিরা। উদ্বেগ আর আতঙ্ক থাকলেও ধৈর্য্য
হারাননি তারা। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় শুকরিয়া জানিয়েছেন মহান আল্লাহর কাছে।