
এবিপি আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭ এর পুরস্কার গ্রহণ করলেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার রাতে কলকাতায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টাইগার অধিনায়কের হাতে সেরা বাঙালি খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন ভারতীয় প্রমীলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। পদক তুলে দেওয়ার আগে মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। যেখানে মাশরাফিকে সৌরভ গাঙ্গুলির পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল বাঙালি হিসেবে উল্লেখ করা হয়। এর আগে ২০০৯ সালে হাবিবুল বাশার ও ২০১২ সালে সাকিব আল হাসান সেরা বাঙালি অ্যাওয়ার্ড-এ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।