
ইউনূস সেন্টার আয়োজিত সপ্তম সামাজিক ব্যবসাদিবস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেয়া সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের সামিল। এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ সম্মেলনে বাধা দেয়ায় বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মাবে। খালেদা জিয়া নয়, আওয়ামী লীগই বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী।