
ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রুটে বাস অপারেটর নিয়োগে দেয়ার টেন্ডার বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। যাত্রী কল্যাণ সমিতির করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন। একইসঙ্গে আন্তর্জাতিক বাস রুটে প্রটোকলের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে সরকারের কাছে যাত্রী কল্যাণ সমিতির করা আবেদন একমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।