
ঢাকা দুই সিটি নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পাঁচ শতাধিক বহিরাগতদের জড়ো করে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে বিএনপি। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য ঢাকার বাইরে থেকে দাগি ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ভাড়া করে আনা হচ্ছে বলেও জানান তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভাশেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পরিবেশ নির্বিঘ্ন রাখতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। ভাবমূর্তি এবং যোগ্যতায় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে, এমন দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদ জানান ওবায়দুল কাদের।