
মা-বাবার খেদমত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। তাই কোন অবস্থাতেই তাদের অবহেলা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এ কথা বলেন। জীবন উপভোগ করতে গিয়ে সৃষ্টিকর্তাকে ভুলে না যেতে সবাইকে পরামর্শও দেন শিল্প প্রতিমন্ত্রী।
রাজধানীর মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের গূঢ়ার্থ তুলে ধরেন তিনি। পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ববোধ নিয়েও কথা বলেন কামাল মজুমদার। তুলে ধরেন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মনিপুর স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন চিত্র।
প্রতিষ্ঠানটির আধুনিকায়নে কামাল আহমেদ মজুমদারের অনবদ্য ও নিরলস অবদানের কথা তুলে ধরেন অধ্যক্ষ ফরহাদ হোসেন। নামাজশেষে বঙ্গবন্ধু ও তার পরিবার, কামাল মজুমদারের মা-বাবা এবং বড় ছেলে জিয়াউদ্দিন মজুমদারসহ দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।