
একদিন বিরতির পর কাল চট্টগ্রামে আবার
মাঠে গড়াবে দুটি ম্যাচ। সোমবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে
দুপুর দেড়টায় মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন। একই ভেন্যুতে
দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।
হেলাল উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আব্দুল আলীম।
চট্টগ্রাম পর্বে একদিন বিরতি দিয়ে
আবারো শুরু হচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দিকে থাকা সাবেক
চ্যাম্পিয়ন ঢাকা মাঠে নামবে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। এই আসরে এখনো
আলো ছড়াতে পারেনি দল দুটি। পয়েন্ট টেবিলের চার নম্বরে কুমিল্লা, আর ঢাকার অবস্থান
পাচঁ। জয় নিয়ে নিজেদের অবস্থান শক্ত
করতে মরিয়া দল দুটি।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে
সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। চট্টগ্রামে নিজেদের
প্রথম ম্যাচে রাজশাহীকে হারিয়ে মানষিকভাবে এগিয়ে রয়েছে খুলনা। টেবিলের দুই নম্বরে
খুলনা আর রাজশাহীর অবস্থান তিন এ।