
২০১৯ সালে দেশে নতুন করে এইডস আক্রান্ত ৯১৯ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী ১০৫ জন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এইডস দিবসের আলোচনায় এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা.শামিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান,অল্প বয়সীদের মধ্যে এইডস আক্রান্তের হার বেশি। সেজন্য তরুণ জনগোষ্ঠীর ওপর সচেতনতা বাড়াতে হবে। ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলে প্ল্যান ওয়েতে কাজ করার তাগিদও দেন তিনি।