
ভিন্ন আঙ্গিকে এবার মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি মালিকাধীন সাতটি দল এবার অংশ নিচ্ছে। দলের নামেও এসেছে পরিবর্তন। যার অন্যতম ঢাকা প্লাটুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে ঢাকা প্লাটুন। এরই মধ্যে তিনবার চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েছে রাজধানীর দলটি।

অতীত ঐতিহ্য ধরে রাখতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবারো দল গঠন করেছে ঢাকার দটি। দেশীয় খেলোয়াড় মাশরাফি, তামিম, বিজয়, মোমিনুল ও শেখ মেহেদীকে দলে ভীড়িয়ে অনেকটা প্রত্যাশি তারা। মাশরাফি-তামিমদের সঙ্গে বিদেশি সতীর্থ থাকবেন থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদির মতো মাঠ কাঁপানো তারকারা।