
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের মৃত্যুদণ্ড দেয়ার পক্ষে সমর্থন জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। অভ্যুত্থানচেষ্টার এক বছর পালন উপলক্ষ্যে শনিবার ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর কাছে এক জনসভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি। গত বছরের ১৫ জুলাই ঐ স্থান থেকেই অভ্যুত্থানের চেষ্টা চালায় সেনাবাহিনীর একটি অংশ। ভাষণে, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেয়ায় জনগণের প্রশংসা করেন এরদোগান। অস্ত্র দিয়ে নয়, সেদিন তুরস্কের জনগণ পতাকাহাতে মনে বিশ্বাস নিয়ে বিদ্রোহীদের দমন করেছিলেন বলে জানান তিনি। এ ঘটনার পর নিজের ক্ষমতা শক্তিশালী করতে পার্লামেন্ট ব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্ট শাসিত সরকার গঠনে সংবিধান পরিবর্তনে গণভোট দেন এরদোগান।