
মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি সাভার পৌঁছান। পরে রাজধানীর ধানমন্ডী-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিরিসেনা। সেখানে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি। এরআগে বেলা সোয়া এগারটায় তিনদিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হয়। সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৭৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।