কোনো প্রকার ঝামেলা ছাড়াই ট্রেন ও লঞ্চ যোগে ঢাকায় ফিরছেন যাত্রীরা। বৈরী আবহাওয়ার কারণে ঈদের পর দুই দিন যাত্রীর চাপ কম থাকলেও বিকেলে হুলারহাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ ছিল উপচেপড়া। তবে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা থাকায় যাত্রীদের তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি।
এমনকি লঞ্চগুলোতে ছিল না ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী। এছাড়া ট্রেন সিডিউল বির্পয়ের তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।যাওয়ার চেয়ে ঢাকায় ফেরাটা অনেক স্বতি দায়ক হয়েছে বলেআো জানান যাত্রীরা।