বৃষ্টিতে ডেঙ্গু রোগ বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। আবার ঈদ ছুটিতে অসংখ্য মানুষ ঢাকা ছাড়ায় জেলাগুলোতে
এর বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কার কথাও বলছেন তারা। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন
কিছুটা কম বলে জানালেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
হাসপাতালের
বিছানায় শুয়ে দিন গুণছে হাসিব। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে টানা ১৩দিন এখানেই ভর্তি
সে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসিবের মতো আরো অনেকে ঈদের দিন কাটিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বেডে। তাই ঈদ আনন্দ তাদের কাছে ছিল অনেকটাই মলিন। তবে ঈদ ছুটিতেও সঠিক চিকিৎসা
পাওয়ায় সন্তুষ্ট তারা।
হাসপাতালের ডেঙ্গু
সেল পরিদর্শনে করেন বিএসএমএমইউ-এর উপাচার্য কনক কান্তি বড়ুয়া। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
ডেঙ্গুর হাত
থেকে বাঁচতে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই, এমন পরামর্শ চিকিৎসকদের।