চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সুচনা করলো ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার ওল্ড ট্রাফোর্ডে রোমেলু লুকাকুর অভাব কাটিয়ে মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। বদলি খেলোয়াড় হিসেবে নিজের অভিষেক ম্যাচে মাঠে নামার ৯ মিনিটেই গোল করে দলকে আরো এগিয়ে দেন ড্যানিয়েল জেমস।
ম্যাচে আরেকটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান অ্যান্থনি মার্শাল। এ জয় দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় উঠে আসলো ম্যান ইউ। দিনের অন্য ম্যাচে নিউক্যাসেলকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
মেইটল্যান্ড নিলসের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন আয়্যুবামেয়াং। অপর ম্যাচে, উলভসের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে লেস্টার।