সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু খালেক বাহিনী প্রধানসহ দুজন নিহত হয়েছে। ভোরে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে এ ঘটনা ঘটে। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান,ওই এলাকায় টহল দেয়ার সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে রেবও পাল্টা জবাব দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও ওই এলাকা তল্লাশি করে দুই দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের একজন দস্যু বাহিনী প্রধান খালেক ও অন্যজন তার সেকেন্ড ইন কমান্ড বেলাল।