একদিনের ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। তবে চালিয়ে যাবেন টি-টোয়েন্টি। মালিঙ্গা ২১৯ ওয়ানডে খেলে শিকার করেছেন ৩৩৫টি উইকেট।
মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসের পর তিনি লংকার সর্বোচ্চ উইকেট শিকারি। বিশ্ব ক্রিকেট ইতিহাসে একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিক রয়েছে তার। হাঁটুর চোটের কারণে ২০১১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মালিঙ্গা।