সিরিয়ার ইদলিবে বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। প্রদেশটির মাআরিত আল-নোমান এলাকার একটি গ্রাম্য সবজি বাজারে এ হামলা চালানো হয় বলে সোমবার জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
আসাদ সরকারের মিত্র রাশিয়ার বিমানবাহিনী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সিরিয়ায় মানবাধিকার পর্যবক্ষেনকারী সংস্থাটি। তবে তাদের এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো। নিহতদের মধ্যে হোয়াইট হেলমেটসের এক কর্মীও রয়েছেন বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে কয়েক মাস ধরে চলা আন্তর্জাতিক অস্ত্রবিরতির মধ্যেই এ হামলা চালানো হলো।