ছোট গাছ উপড়ে ফেলা যতো সহজ, বড় গাছ উপড়ে ফেলা ততো কঠিন বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে, জাতীয় প্রেসক্লাবে দুর্নীত দমনে আইনজীবীদের ভূমিকা র্শীষক গোলটেবিল আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। তবে দুদক বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে একেবারেই ব্যবস্থা নিচ্ছে না এটিও সঠিক নয় বলে জানান তিনি।
বলেন, সম্প্রতি সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে সরল বিশ্বাসে দেয়া বক্তব্যে কোথাও দুর্নীতি শব্দটি তিনি বলেননি। তাই এ নিয়ে আর কোন ব্যাখ্যা দিতে চান না বলেও জানান, দুদক চেয়ারম্যান।