
আনসার বিদ্রোহের সময় চাকরীচ্যুত ১ হাজার ৪৪৭ জন আনসারকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এদের মধ্যে যাদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা শুধু পেনশন সুবিধা পাবেন। দুটি পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুদ্দোজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুপুরে এ রায় দেন। ১৯৯৪ সালের দুই ডিসেম্বর লালমনিরহাটে আনসার বিদ্রোহের ঘটনায় দুই হাজারেরও বেশি আনসার সদস্যকে চাকরীচ্যুত করা হয়।