বজ্রপাতে প্রানহানী ঠেকাতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত নিরোধক টাওয়ার বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এমনটাই জানালেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বন্যা কবলিত ২০ জেলায় সাতশ’ মেট্রিকটন চাল ত্রাণ সহায়তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এসময় চীন, নেপাল ও ভারতে বৃষ্টিপাতের মাত্রা বাড়লে, বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কার কথাও জানান প্রতিমন্ত্রী। এদিকে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা জানান তারা।