বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনেও জয় পেয়েছে বিএনপি। ৫৭ হাজার ৪৪৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ হাজার ভোট। এছাড়া জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীরা জামানত হারিয়েছেন।
ইভিএম পদ্ধতিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিাটার্নিং কর্মকর্তা। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭০টি। সে হিসেবে ভোট পড়েছে ৩৪ দশমিক ৫৫ ভাগ। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য হয়।