
রাজধানীর গেণ্ডারিয়ায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ভোর ৪টার দিকে গেণ্ডারিয়ার ঢালকানগরে একটি টিনশেড বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে ছড়িয়ে পড়া গ্যাসের বিস্ফোরণে ৭ জন দগ্ধ হন।