হুমায়ুন কবির: রাজধানীতে শেষ মুহূর্তে সরগরম আতর, টুপি ও তসবিহ বাজার। বাইতুল মোকররমের দক্ষিণ গেটে প্রতিটি দোকানে উপচে পড়া ভিড়। দেশি-বিদেশি পণ্য দিয়ে নিজেদের সম্ভার সাজিয়েছেন দোকানিরা। শেষ মুহূর্তের বিক্রিতে খুশি তারা। তবে টুপির দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অভিযোগ। ।
ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে নতুন পোষাক কেনা শেষ। এখন আতর ,টুপি তসবিহ কেনার পাশাপাশি ভিড় জায়নামাজের দোকানে।
ঈদের নামাজের জন্য রকমারি সব ডিজাইনের টুপির পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা। ৫০ থেকে ৭শ’ টাকায় মিলছে নানা ধরণের টুপি। তবে দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের।
ঈদের জামাতে অংশ নেয়ার প্রধান অনুষঙ্গ হচ্ছে সুগন্ধী আতর। এবারে দেশীয় আতরের মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকার রয়েছে মদিনা, তিব্বত, চন্দন, রাজদরবার, শাহী দরবার।