
কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছন।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গণতন্ত্রী পার্টির প্রার্থী ভূপেন্দ্র ভৌমিক দোলন মনোনয়নপত্র প্রত্যাহার করায় লিপি একক প্রার্থী হয়ে যান। সন্ধ্যার পর রিটার্নিং কর্মকর্তা লিপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনে সৈয়দ আশরাফ টানা পঞ্চমবারের মতো জয়ী হন। কিন্তু শপথ নেয়ার আগে ৩ জানুয়ারি মারা যান তিনি।