
চোটের কারণে আবারো জাতীয় দল থেকে ছিটকে গেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলার সময় কনিষ্ঠ আঙ্গুলের চোট পান তিনি। এতে আগামী একমাস মাঠের বাহিরে থাকতে হবে বলে জানান বিসিবি’র চিকিৎসক। অন্যদিকে, টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
দলে ফিরেছেন মার্টিন গাপটিল। বাদ পড়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা সোধি ও ব্রেসওয়েল। এছাড়াও প্রথম দুই ম্যাচ খেললেও শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। কেনের পরিবর্তে দলে ফিরবেন কলিন মুনরো এবং নেতৃত্ব দেবেন টম লাথাম।