
সিরিয়া ও ইরাক আগামী সপ্তাহের মধ্যেই আইএস জঙ্গি মুক্ত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এক সম্মেলনে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, দেশ দু’টিতে আইএসের খেলাফত শেষের পথে।
তবে যে সামান্য কিছু এলাকা তাদের দখলে আছে তার নিয়ন্ত্রণ নেয়া কঠিন হতে পারে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাশে থাকায় মিত্র দেশগুলোকে ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেন, আগামীতে একসঙ্গে আরো অনেক কাজ করতে হবে।