সিন্ডিকেটের দখলে দিনাজপুরের চালের বাজার। অধিক লাভের আশায় ধান আটকে রেখে কৃত্তিম সংকট তৈরি করছে একটি চক্র। ফলে কমে যাচ্ছে চাল উৎপাদন। আর এতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। বিপাকে পড়েছে সাধারন মানুষ।
দেশের অন্যতম খাদ্যভাণ্ডার হিসেবে খ্যাত দিনাজপুরে চাল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। বিক্রেতারা অভিযোগ করেছেন, মিল মালিকরা ধান মজুদ করে রাখায় কমে গেছে চাল উৎপাদন। ফলে সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কেজির চাল এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকার বেশি দামে।
মিল মালিকদের দাবি, বাজারে পর্যাপ্ত ধানের অভাব রয়েছে। এছাড়া চাল আমদানীতে কর বৃদ্ধিসহ নানা কারণে বাজার চড়া।
তবে বিক্রেতা ও মিল মালিকদের লাভ-লোকসানের হিসেবের বাইরে সাধারণ ক্রেতাদের দাবি সহনিয় পর্যায়ে থাকুক চালের মূল্য।
এছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবিও জানিয়েছেন ক্রেতারা।