নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটের জেরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার নয় নম্বর আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
ভোররাতে ফেনীর সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিনসহ এ পর্যন্ত ঘটনায় জড়িত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানান, ফেনীর সুলতানপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।