আবারো ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের চলমান সরকারি অচলাবস্থা নিরসনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধীদের বৈঠক। শনিবার কংগ্রেসের ডেমোক্রেট নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে রিপাবলিকান নেতারা।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ইস্যুতে কোন সমঝোতায় আসতে পারেননি দু’পক্ষ। সঙ্কট নিরসনে আজ আবারো বৈঠকে বসবেন তারা।
সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য প্রস্তাবিত ৫৬০ কোটি ডলার বরাদ্দ না পেলে বৃহস্পতিবার জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপরই আলোচনায় বসেন মার্কিন নেতারা। গত ২২ ডিসেম্বর থেকে চলমান গভর্নমেন্ট শাটডাউনের কারণে বিনা বেতনে দায়িত্ব পালন করছেন ফেডারেল সরকারের কয়েক লাখ কর্মকর্তা-কর্মচারী।