
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। সহনিয় পর্যায়ে রয়েছে ঘরমুখী মানুষের ভোগান্তি। এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় জীবনের ঝুকি নিয়ে গাড়ি না চালাতে চালকদের প্রতি আহবান জানান মন্ত্রী। আঞ্চলিক মহাসড়কগুলো মেরামত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।