যুদ্ধের ইতি টেনে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দু’দেশেরই ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন। ভবিষ্যতে আর যাতে ক্ষতি না হয় সেজন্য ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান। পাকিস্তান ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।
Authorization