
ঝিনাইদহ সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে রেব। ভোর ৫টা থেকে সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের সরাফত হোসেন মন্ডলের বাড়িটি ঘিরে রাখে রেব-৬। সকালে সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। ৯টার দিকে অভিযান শেষ করে আকতারুজ্জামান ওরফে সাগর নামে একজন জেএমবি সদস্যকে আটক করে রেব। সাগর জেএমবি সদস্য বলে দাবি করেছে রেব সদস্যরা। এসময় একবস্তা জিহাদি বই ও ১টি বন্দুক উদ্ধার করা হয়।