
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ নির্বাচনে অংশ নিবেন, এমন আশা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে দুপুরে তিনি এ কথা বলেন। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নে বলেও অভিযোগ করেন ফখরুল। আর বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নের পরিকল্পনা থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দ্বিতীয় দিনে সাক্ষাতকার নেয়া হয় বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের। শুরুতে দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রাধান্য পাবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান।
সাক্ষাতকারে অংশ নেয়া বিএনপির মনোনয়ন প্রার্থীরা তুলে ধরেন নিজেদের অনুভূতি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার চূড়ান্ত পথ নির্বাচন।
আগামী বুধবার পর্যন্ত চলবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার।