
সব প্রর্থীদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে সহকারী রিটার্নি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করার তাগিদও দেন তিনি। সকালে, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দ্যেশে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সভাপতির বক্তব্যে সচিব হেলালুদ্দীন আহমদ জানান,নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের ব্যানার, পোষ্টার, ফেস্টুন সরিয়ে নেয়ার সময়সীমা আরো তিন দিন বাড়ানো হয়েছে।অনুষ্ঠানে অংশ নেন দুই বিভাগের ১৭২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার।