
পার্লামেন্টে বিরোধীদের অনাস্থাভোটে হারলো প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসের সরকার। বুধবার দুইশো ২৫ আসনের পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থাভোটে রাজাপাকসের বিরুদ্ধে সমর্থন দেন বেশিরভাগ সদস্য। তার সরকারের পক্ষে পার্লামেন্টের আস্থা নেই বলে রুল জারি করেন স্পিকার কারু জয়সুরিয়া।
পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন দিতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ডিক্রি সুপ্রিম কোর্টে বাতিলের পরদিনই অনাস্থাভোটে হারলেন রাজাপাকসে। তবে এর ফলে এখনই প্রধানমন্ত্রীর পদ হারাচ্ছেন না তিনি। আইন অনুযায়ী, প্রেসিডেন্টের হাতে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা থাকায় সিরিসেনার পরবর্তী পদক্ষেপ নেয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রেসিডেন্ট সিরিসেনা। অনাস্থাভোটে পরাজয়ের আশঙ্কায় গত শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।