বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে। মঙ্গলবার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।
যুক্তিতর্ক পেছানোর জন্য খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। খালেদা জিয়ার অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চলবে বলে গত ২০ সেপ্টেম্বর আদেশ দেন আদালত। তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা দুর্নীতির অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।