এদিকে, চট্টগ্রাম কলেজ পরিচালনা কমিটিকে বিতর্কিত দাবি করে তা বাতিল চেয়েছেন মহানগর ছাত্রলীগের একাংশের নেতারা।
এ দাবিতে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে কাওছার উদ্দিন। তিনি দাবি করেন সভাপতির দায়িত্ত পাওয়া ব্যাক্তি গেল পহেলা বৈশাখের অনুষ্ঠানে ইভটিজিংয়ের দায়ে আটক হয়েছিলেন।
আর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এতে করে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে কমিটি বাতলের দাবীতে সহ-সভাপতি, সাংগঠনকি সম্পাদকসহ কমিটির সাত নেতা পদত্যাগের ঘোষণা দেন।