এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লেবাননকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের কিশোরীরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জয়ী লেবাননকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা।
ঘরের মাটিতে খেলার শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে লাল সবুজের দল। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে জোড়া গোল তুলে নেন তিন বাংলাদেশি- তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র।
একটি করে গোল করেন মোগিনি ও রোজিনা। লেবাননের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৬ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে উঠে গেল বাংলাদেশ।