রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় তার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক এবং তার প্রেমিক কামরুলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এতথ্য জানান। গেল ২৯ মার্চ আইনজীবী রথীশ খুন হন। এদিকে, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর সাংবাদিক উৎস খুনের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।